ঢাকা ও দিল্লির মধ্যে সম্পাদিত যে চুক্তিগুলো রয়েছে, তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে। সেখান থেকে চুক্তিগুলো দেখে নিতে বললেন বাংলাদেশের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে— আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান, সেখানে বাংলাদেশ নিয়ে সার্চ করলে সব কটি চুক্তি পেয়ে যাবেন। এটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।’
বাংলাদেশের ওয়েবসাইটে চুক্তিগুলো নেই কেন, জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের করা চুক্তি নেই।’ কেন চুক্তিগুলো নেই, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমলাতান্ত্রিক অদক্ষতা বলতে পারেন।’ ভারতের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি মনে করে পুনর্বিবেচনার প্রয়োজন, তবে তারা বিষয়টি উত্থাপন করতে পারে।