গোলটেবিল বৈঠকে বলা হয়, সরকারি অতিরিক্ত করের জন্যই মোবাইল ডেটার দাম বেশি। ১৫ শতাংশ ভ্যাট ছাড়াও ২৩ শতাংশ সম্পূরক শুল্ক, ২ শতাংশ সারচার্জ, ৬ শতাংশ রেভিনিউ শেয়ারিংসহ আরও নানা সরকারি খরচ রয়েছে। এ জন্য মোবাইল ডেটার দাম দিন দিন বাড়ছে। গত ১০ বছরে কর দ্বিগুণের বেশি বেড়েছে বলেও দাবি করা হয় মোবাইল অপারেটরদের পক্ষ থেকে।
টিপাপের সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেটের ব্যবহারে বিশাল পার্থক্য। শহরে যত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, গ্রামে তার থেকে অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। গড়ে শহরে একজন ব্রডব্যান্ড ব্যবহারকারী ১০০ গিগাবাইট ডেটা মাসে ব্যবহার করেন, গ্রামে এর পরিমাণ গড়ে মাত্র ৬ গিগাবাইট। পাশের দেশ ভারতে গড়ে একজন মোবাইল ডেটা ব্যবহারকারী বাংলাদেশের একজন ব্যবহারকারীর চেয়ে ৩ গুণ বেশি ডেটা ব্যবহার করেন। তিনি বলেন, মোবাইল ডেটার দাম বেশি হওয়ায় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সেবা পৌঁছানোতে এর প্রভাব পড়ছে।