Homeদেশের গণমাধ্যমেজবির নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশ

জবির নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশ


শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পের কাজ অর্পিত ক্রয়কার্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলীর স্পি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ওপর স্টিয়ারিং কমিটির সভা ১৫ জানুয়ারি এ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উল্লিখিত প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে আরও বলা হয়, প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়ন এবং পরবর্তী কর্মপরিধি নির্ধারণকল্পে ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, আজ দুপুরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি (ড্রোন স্ন্যাপসহ) এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণকাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনের যাওয়ার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সঙ্গে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, সহকারী কোয়ালিটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সিদ্দিক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদ।

এএএইচ/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত