Homeজাতীয়নগদে প্রশাসকের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা

নগদে প্রশাসকের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা


logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৯

Photo

বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এ বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নগদ লিমিটেডের শেয়ার হোল্ডারদের পক্ষের আইনজীবী আবুল কালাম খান দাউদ।

আবুল কালাম খান দাউদ আজকের পত্রিকাকে বলেন, আদালত বলেছেন ৩০ জানুয়ারির মধ্যে তাঁরা এ বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। তবে তার আগ পর্যন্ত নগদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বলবৎ থাকবে। এর ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত প্রশাসক ও তার দল নগদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম কার্যক্রম করতে পারবেন না।

গত ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক এক বছরের জন্য ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদে’ প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সেই সঙ্গে তাঁকে সহযোগিতার জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ করা হয়। ওই দিন নগদের আগের পর্ষদও ভেঙে দেওয়া হয়।

এদিকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট ২ জানুয়ারি পর্যন্ত নগদে প্রশাসকের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত