Homeদেশের গণমাধ্যমে১১ দিনে ২ লাখ দর্শনার্থী দেখলেন যে ফুলের বাগান

১১ দিনে ২ লাখ দর্শনার্থী দেখলেন যে ফুলের বাগান


সন্ধ্যা সোয়া সাতটা। মঞ্চের সামনে দর্শকের চেয়ার তখনো কয়েকটা খালি। সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, কাওয়ালি নিয়ে আসছেন শিল্পী সায়েম সানি। উৎফুল্ল দর্শক হাততালি দিতে শুরু করলেন। গান শুরু হতেই সব চেয়ার ভর্তি হয়ে গেল। রাত সাড়ে নয়টা পর্যন্ত দর্শকের আসন পরিপূর্ণ ছিল।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। গতকাল বুধবার ছিল ফুল উৎসবের ১১তম দিন। ফুল উৎসবে আসা দর্শকদের বাউল ও কাওয়ালি গানে মাতিয়ে রেখেছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা, ছিল নাচের শিল্পীদের পরিবেশনাও। দর্শকের অনুরোধে সায়েম সানিকে তিনবার মঞ্চে তুলতে হয়। দর্শক সামাল দিতে সঞ্চালকসহ আয়োজকদের হিমশিম খেতে হচ্ছিল।

গতকাল বিকেলে উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম এবং বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, শিল্পীদের গানের তালে চেয়ার ছেড়ে দর্শনার্থীদের নাচতে শুরু করার দৃশ্য তাঁর কাছে অনেক ভালো লেগেছে। সীতাকুণ্ড শিল্পকলা একাডেমির কয়েকজন সদস্যের পরিবেশনা ছিল অনবদ্য।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত