Homeরাজনীতিদেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই: জাসদ

দেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই: জাসদ


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকারী কমিটি বলেছে, বাংলাদেশের নাম ও সংবিধানের কোনও ধরনের পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিবৃতিতে এ কথা বলে জাসদ।

বিবৃতিতে হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নাম ও সংবিধানের কোনও ধরনের পরিবর্তনের অপচেষ্টা চালালে দেশে রাজনৈতিক বিরোধ, বিভক্তি, বিভাজন, উত্তেজনা তীব্রতর হবে এবং দেশ দীর্ঘ মেয়াদি গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নিপতিত হবে।

জাসদের বিবৃতিতে আরও বলা হয়েছে, চিহ্নিত ও আত্মস্বীকৃত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে তুষ্ট করতেই অন্তর্বর্তী সরকার, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত ও ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের অপপ্রায়স পেয়েছে।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের মধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপপ্রায়স রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত