Homeজাতীয়খসড়া ভোটার তালিকায় সংশোধন আবেদনের সুযোগ আগামীকাল পর্যন্ত

খসড়া ভোটার তালিকায় সংশোধন আবেদনের সুযোগ আগামীকাল পর্যন্ত


গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে আগামীকাল শুক্রবারের মধ্যে সংশ্লিষ্ট উপজেলায় আবেদন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে সংশোধনী কর্তৃপক্ষ। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশ করতে হবে। দাবি, আপত্তি, নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চলতি বছরের খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এতে এখন দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন ও হিজড়া ভোটার ৯৯৪ জন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত