Homeজাতীয়ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না

ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না


গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে বক্তৃতা দিতে গিয়ে পড়েন ফিলিস্তিনি পন্থীদের তোপের মুখে। গণহত্যার দোসর এবং যুদ্ধাপরাধী আখ্যা দেয়া হয় তাকে। বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদে বক্তৃতা থামিয়ে দিতেও বাধ্য হন তিনি।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো হয়েছে আশাবাদ। এরই মধ্যে উপত্যকায় যুদ্ধ পরবর্তী শাসন ক্ষমতা নিয়ে আরেক দফায় শুরু হয়ে গেছে আলোচনা। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে এই ইস্যুতে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার বক্তব্য বেশিদূর এগোনোর আগেই শুরু হয় শোরগোল। তাকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এক ফিলিস্তিনপন্থী নারী।

এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয় ওই নারীকে। ব্লিনকেন পুনরায় বক্তৃতা শুরু করতে না করতেই আবার বিপত্তি। এবার সেক্রেটারি অফ জেনোসাইড আখ্যা দেয়া হয় তাকে। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না ব্লিংকেন, চিৎকার করে এমন মন্তব্য করেন আরেকজন।

তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মার্কিন জনগণের করের অর্থে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের নিন্দা জানান বিক্ষুব্ধ আরেক ফিলিস্তিনপন্থী মার্কিনি। তীব্র প্রতিবাদের মুখে যেন ভাষায় হারিয়ে ফেললেন ব্লিনকেন। থতমত পরিস্থিতি থেকে নিজেকে সামনে নিয়ে বক্তব্য শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তার।

মো. মহিউদ্দিন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত