জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এরপর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে। জাতীয় পার্টি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে ছাত্রদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বলে দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, ‘তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলাগুলোতে জাতীয় পার্টি নেতাদের আসামি করে হয়রানি করা হচ্ছে। এ অন্যায় আমরা মেনে নেব না।’