Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশBangladesh Protests,জুলাইয়ের আন্দোলনে ১৭টি কারাগারে বিদ্রোহ, পলাতক ২ হাজার বন্দি - rebellion...

Bangladesh Protests,জুলাইয়ের আন্দোলনে ১৭টি কারাগারে বিদ্রোহ, পলাতক ২ হাজার বন্দি – rebellion 17 prisons july movement 2 thousand prisoners escaped in bangladesh


বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে শীর্ষ অপরাধী এবং সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃতদের। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আর এই সময়েই জানা গিয়েছে, বাংলাদেশে ছাত্র-আন্দোলন চলার সময়ে অন্তত ১৭টি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটেছিল। সেই সময়ে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল প্রায় ২ হাজার বন্দি। তাদের অনেকেই এখনও পলাতক।ছাত্র আন্দোলন চলার সময়ে এবং আওয়ামি লিগ সরকারের পতনের আগে বাংলাদেশের কারাগারগুলিতে বিদ্রোহের ঘটনা ঘটে। সেখানের ১৭টি কারাগারে এই বিদ্রোহ হয়েছিল। এটাকে অনেকেই ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশের ‘কালের কণ্ঠ’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, ওই বিদ্রোহ চলার সময়ে কারাগারগুলি থেকে পালিয়ে গিয়েছিল প্রায় ২ হাজার বন্দি। তারা পালিয়ে যায় ৫টি কারাগার থেকে। কারগারের অস্ত্র, গোলা বারুদ থেকে শুরু করে চাল-ডাল পর্যন্ত লুট করা হয়। সেই সময়ে কারারক্ষীদের গুলিতে নিহত হন ১৩জন বন্দি। তাদের বাধা দিতে গিয়ে সংঘর্ষর ঘটনাও ঘটে। এতে আহত হন ২৮২ জন কারারক্ষী। এখনও প্রায় ৫০০ জন বন্দি পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

বাংলাদেশের কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে এই বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদী কারাগারে। গত ১৯ জুলাই ওই কারাগারে হামলা চালিয়েছিল আন্দোলনকারীরা। সেখানে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সেদিনই ওই কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গিসহ পালিয়ে যান ৮২৬ জন বন্দি। তারা আগ্নেয়াস্ত্র এবং গুলিও নিয়ে পালিয়ে যায়। পরে তাদের অনেকেই আবার ফিরে।

Sheikh Hasina: কলকাতায় লুকিয়ে আছেন হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী!

এছাড়াও সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেও পালিয়েছিল বন্দিরা। এর মধ্যে কাশিমপুরের হাই সিকিউরিটি থেকে পালিয়ে যাওয়ার সময়ে কারারক্ষীদের গুলিতে মারা গিয়েছিল ৬জন বন্দি। কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদন অনুসারে, আন্দোলনের সময় ১৭টি কারাগারের মধ্যে আটটি কারাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই সময়ে বিভিন্ন কারাগার থেকে জঙ্গি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮জন পালিয়ে যায়। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল ন’জন। এখন পর্যন্ত প্রায় ৭০জন বিচারাধীন জঙ্গি পলাতক রয়েছে। কারাগার থেকে লুট হওয়ার ২৭টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারা মহাপরিদর্শক জানান, এই আগ্নেয়াস্ত্রগুলির উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত