Homeঅর্থনীতিনিরাপত্তা পর্যালোচনায় আসছে আইএসপিএস প্রতিনিধিদল

নিরাপত্তা পর্যালোচনায় আসছে আইএসপিএস প্রতিনিধিদল


চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা কার্যক্রম মূল্যায়নের জন্য ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটির (আইএসপিএস) একটি প্রতিনিধিদল চট্টগ্রামে আসছে। ২১-২৬ জানুয়ারি পর্যন্ত চার সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রামে অবস্থান করবে। এ সময়ে তাঁরা বন্দরের বিভিন্ন স্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম পরিদর্শন করবেন। বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এটি আইএসপিএসের নিয়মিত সফরের অংশ, যা প্রতি দুই থেকে তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।

ইউএস কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার খেইম ভি নাজিরের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছেন মার্টিন এস ডুনুহুই, ইরভিং এ চিনট্রন এবং মিজ ক্রামির। তাঁরা বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য কাজ করবেন।

২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের পরামর্শে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন খাতকে সন্ত্রাসমুক্ত রাখতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ২০০৪ সাল থেকে আইএসপিএস কোড বাস্তবায়ন বাধ্যতামূলক করে। এই কোডের লক্ষ্য হলো, সমুদ্রপথে পণ্য পরিবহনের আড়ালে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানো। চট্টগ্রাম বন্দর শুরু থেকেই এ কোড অনুসরণ করে আসছে। এর অংশ হিসেবে আইএসপিএস প্রতিনিধিদল নিয়মিতভাবে বন্দরের নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে।

যেসব বন্দরে পুরোপুরি কোড অনুসরণ হয় না, সেসব বন্দরকে কোডের শর্ত পূরণের জন্য সময় দেওয়া হয়। যেসব বন্দর এতে ব্যর্থ হয়, সেগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়। কালো তালিকাভুক্ত বন্দর দিয়ে আমেরিকার কোনো পণ্য পরিবহন করা যায় না।

২০০৪ সাল থেকে আমেরিকান কোস্ট গার্ডের আইএসপিএস টিম চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে। ইতিপূর্বে তাঁরা যেসব শর্ত পূরণের তাগাদা দিয়েছিলেন, বন্দর তা পূরণ করে আসছে। সর্বশেষ ২০২২ সালের আগস্ট মাসেও আইএসপিএস টিমের দুই সদস্য কয়েকটি আইসিডিসহ চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো পরিদর্শন করে সন্তোষজনক রিপোর্ট প্রদান করেছিল। প্রায় আড়াই বছরের মাথায় আবারও আইএসপিএস কোডের চার সদস্যের একটি দল চট্টগ্রাম বন্দরে আসছে। চট্টগ্রাম বন্দর ইয়ার্ড, জেটি, সিএফএস (কনটেনার ফ্রেইট স্টেশন), বন্দর গেট, সিসি ক্যামেরা, বন্দরের সিকিউরিটি বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং পোর্ট ফ্যাসিলিটিজের আওতাধীন কয়েকটি আইসিডি পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধিদলের সদস্যরা। বন্দরে হ্যান্ডলিং করা পণ্য স্ক্যানিং, সিসি ক্যামেরা, লোকবল, পণ্য তল্লাশির ধরনসহ নিরাপত্তা-সংক্রান্ত সার্বিক বিষয় তাঁরা দেখে থাকেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত