আয়োজনটিতে ১২ জানুয়ারি থেকে প্রদর্শিত হয়েছে ফটোসাংবাদিক শহিদুল আলমের ‘ক্রসফায়ার’, পারভেজ আহমেদ রনির ‘বর্ডার দ্যাট ব্লিডস’, জীবন আহমেদ, সাইদ সুমন, রাহুল তালুকদার এবং নাজিয়া জেরিন অর্ণার জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র। ১৩ জানুয়ারিতে শিল্পী ও ছিন্নমূল শিশুদের একত্রে ‘রংতুলিতে উদ্যান’ শীর্ষক আর্ট ক্যাম্প সম্পন্ন হয় এবং শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়।
এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘শব্দঘোর’-এর সাংস্কৃতিক সন্ধ্যার আযোজনও ছিল।