Homeদেশের গণমাধ্যমেমোহাম্মদপুরে সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার


মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি মোঃ আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও সেনাবাহিনী।

র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামি মোঃ আসলাম ওরফে রুবেল ওরফে আলমতে (৩২) আজ আনুমানিক রাত সাড়ে ৯টায় মোহাম্মদপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বছিলায় একটি সুপার শপে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।

দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা নিয়ে যায় তারা।

গত কয়েকদিন ধরেই মোহাম্মদপুর, বছিলা, ঘাটারচর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত