Homeদেশের গণমাধ্যমেরাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন পরেশ রাওয়াল!

রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন পরেশ রাওয়াল!


প্রকাশিত: ২১:৫৫, ১৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২২:১৮, ১৩ জানুয়ারি ২০২৫

রাহুল গান্ধী, পরেশ রাওয়াল


বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি খুব একটা বন্ধু মনোভাবাপন্ন নন এই অভিনেতা। সুযোগ পেলেই কড়া সমালোচনা করতে দেখা যায় তাকে। এমনকি গান্ধী পরিবারকেও ছাড়েন না। এবার ইঙ্গিতপূর্ণভাবে রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন এই অভিনেতা। 

মূল বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা একটি ছবি মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করেছেন এক নেটিজেন। তাতে দেখা যায়, একটি গাধার মুখোমুখি বসে আছেন রাহুল গান্ধী। ছবিটির ক্যাপশনে লেখা— “কেউ কি ছবিটি থেকে গাধাকে সরিয়ে দিতে পারবেন?” 

এ পোস্ট নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়

এ ছবি পরেশ রাওয়ালের দৃষ্টি এড়ায়নি। একই পোস্ট নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন পরেশ। আর ক্যাপশনে লিখেছেন— “মানে ছবির পুরো ফ্রেমটাই তো ফাঁকা করতে চাইছ?” প্রবীণ অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট স্পষ্ট বার্তা দিচ্ছে। অর্থাৎ ছবিটিতে একটি নয়, দুটি গাধা রয়েছে। আর বুঝতে এতটুকুও কষ্ট হয়নি নেটিজেনদেরও। তাই তো নেটিজেনদের কেউ কেউ হেসে গড়াগড়ি খাচ্ছেন। 

২০১৪ সালে গুজরাট অঞ্চল থেকে বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরেশ রাওয়াল। তবে ২০১৯ সালে আর নির্বাচনে অংশ নেননি। কিন্তু বিজেপির প্রতি তার সমর্থন অটুটু রয়েছে, সে প্রমাণ বহুবার দিয়েছেন এই অভিনেতা।

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত