Homeখেলাধুলামেসির রেকর্ডে ভাগ বসাতে পারেন বেলিংহ্যাম

মেসির রেকর্ডে ভাগ বসাতে পারেন বেলিংহ্যাম


রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে লিওনেল মেসির করা এক দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন। মেসি তার ক্যারিয়ারে বহুবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছেন, বিশেষ করে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে তিনটি লা লিগা ক্লাসিকোতে টানা গোল করার নজির রয়েছে তার। কিছুক্ষণ পর শুরু হওয়া এল ক্লাসিকোতে গোল করে বেলিংহ্যামও সেই কৃতিত্ব অর্জনের সুযোগ পাবেন।

গত মৌসুমে অসাধারণ শুরু করেছিলেন বেলিংহ্যাম। বার্সার বিরুদ্ধে তার প্রথম দুই ক্লাসিকো ম্যাচেই দুই গোল করেছেন, যেখানে প্রথমবার নেমেই তিনি ম্যাচ উইনিং জোড়া গোল করেছিলেন। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ইতিহাসে বেলিংহ্যাম বার্সেলোনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে গোল করে গেছেন, যা তাকে মেসির সঙ্গে তুলনা করার সুযোগ এনে দিয়েছে। যদিও এ মৌসুমে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি তিনি। তবে শনিবার (২৬ অক্টোবর) রাতের ক্লাসিকোতে আবারও যদি তিনি গোল করতে পারেন, তবে তিনি মেসির সেই কৃতিত্বের সঙ্গে তাল মিলিয়ে ফেলার সঙ্গে এই মৌসুমে নিজের গোল খাতাও খুলবেন।

এদিকে, বার্সেলোনা এ মৌসুমে নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলে শীর্ষে অবস্থান করছে। ক্লাবটি চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয়ী হওয়ার পর আত্মবিশ্বাসে উজ্জীবিত। তবে ফ্লিকের জন্য এল ক্লাসিকো হবে এ মৌসুমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরদিকে রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময়ে বার্সেলোনার বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফর্ম করছে এবং নিজেদের মাটিতে শেষ পাঁচটি ক্লাসিকোর মধ্যে চারটিতে জয় পেয়েছে।

রিয়ালের আক্রমণভাগে বেলিংহ্যামের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র প্রধান ভূমিকায় আছেন। অন্যদিকে, বার্সেলোনার জন্য রবার্ট লেভানদভস্কি ইতোমধ্যে সব প্রতিযোগিতায় ১৫ গোল করে ফেলেছেন এবং সম্প্রতি রাফিনহাও দুর্দান্ত ফর্মে রয়েছেন।

সবার চোখ এখন বেলিংহ্যামের ওপর, তিনি কি মেসির এ অসামান্য রেকর্ড ছুঁতে পারবেন?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত