প্রেমিকার স্বামী ও বাবাকে হত্যার পরিকল্পনা করেন প্রেমিক। পরিকল্পনা অনুযায়ী ভাড়া করেন খুনি। কিন্তু ভুলে একজন ট্যাক্সিচালককে খুন করেন ভাড়াটে খুনিরা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে আলোচিত এ তথ্য জানিয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। গত ৩০ ডিসেম্বর লখনউয়ে খুন হন মোহাম্মদ রিজওয়ান নামে এক ট্যাক্সিচালক। তদন্তে নেমে কৃষ্ণকান্ত ও ইয়াসির নামে দুই ব্যক্তিতে আটক করে পুলিশ। এরপর সামনে আসে প্রকৃত ঘটনা।
পুলিশ জানায়, প্রেমিকার পরিবারকে হত্যায় মোটা অঙ্কের অর্থ খরচ করে ভাড়াটে খুনিদের ঠিক করেন আফতাব আহমেদ নামের এক আইনজীবী। কিন্তু ভাড়াটে খুনির দলটি ভুল করে প্রেমিকার বাবা ভেবে একজন ট্যাক্সিচালককে খুন করেন। আইনজীবী আফতাব দলটিকে ২ লাখ রুপি অগ্রিম দিয়েছিলেন। ভুল ব্যক্তিতে হত্যা করায় বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি। এ নিয়ে ভাড়াটে খুনির দলের সঙ্গে আফতাবের বিবাদও হয়।
এই ঘটনায় জড়িত আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ওই আইনজীবীকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। পারবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এম এইচ/