Homeদেশের গণমাধ্যমেচুক্তির চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে দিয়েছে কাতার

চুক্তির চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে দিয়েছে কাতার


ইসরায়েল ও হামাসকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। রবিবার দিবাগত রাতে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন এক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতারের দোহায় এই আলোচনা হচ্ছে। আলোচনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী এবং ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। একজন কর্মকর্তা বলেছেন, চুক্তিটি যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ও হামাস প্রতিনিধি দল এই খসড়া পেয়েছে। তবে ইসরায়েল, হামাস বা কাতার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাস সাড়া দিলে কয়েক দিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও চুক্তি চূড়ান্তে জোর দিচ্ছেন। অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আক্রমণ চালায়। ইসরায়েলি হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫০ জনের বেশিকে জিম্মি করা হয়। পাল্টা আক্রমণে গাজায় ৪৬ হাজার জনের বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল।

উভয় পক্ষ বন্দিমুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে একমত হলেও যুদ্ধের স্থায়ী সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলি প্রত্যাহার নিয়ে মতভেদ রয়ে গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী এই চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য “বিপর্যয়” বলে আখ্যা দিয়েছেন

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত