অকপটে জবাব, ‘কসম, আমি খুব রোমান্টিক মানুষ। শুনে হয়তো খুব মজার লাগছে। আমার দুই সাবেক স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। তাই আমার সব প্রিয় ছবি রোমান্টিক। রোমান্টিক ছবিতে আমি হারিয়ে যাই। প্রকৃত ভালোবাসার প্রতি আমার আস্থা আছে। আমরা যেমন জীবনের পথে আরও এগিয়ে যাই, ভালোবাসাকে ঘিরে আমাদের বোধবুদ্ধি এভাবেই এগিয়ে যায়। আমি যত এগোচ্ছি, আমার মধ্যে কী কী খামতি এবং ত্রুটি আছে, তা খুঁজে পাচ্ছি। সেসব ভুলত্রুটি সংশোধন করার চেষ্টা করছি।’