‘তারা কেবলই হাসে, কেবলই গায়…হাসিয়া খেলিয়া মরিতে চায়’- রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই লাইন দু’টি এখন তাহসান ও রোজার ক্ষেত্রে খুব যায়। হেসে-খেলে এই নবদম্পতি এখন মালদ্বীপে আছেন ভালোবাসার উত্তাপে। সেখান থেকেই ছড়াচ্ছেন ভালোবাসার সৌরভ। তাহসান ও রোজা বর্তমানে আছেন মালদ্বীপে। হানিমুনে গিয়ে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। তাহসান হানিমুনের কোনও ছবি শেয়ার না করলেও তার স্ত্রী উম্মে হাবিবা রোজা শেয়ার করেছেন দারুণ দারুণ সব ছবি, ভিডিও। ছবিতে নবদম্পতির মুখে, চোখে, ঠোঁটে রোম্যান্টিক আবহ, সেইসাথে দারুণ উচ্ছ্বসিত তারা। সময় কাটাচ্ছেন নিজের মত করে।
পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক ভালোবাসা।’ ছবিতে লাল টুকটুকে টপসে রোজা একদম ঝলমল করছেন। নতুন বর তাহসানও কম যান না। গোলাপি শার্টে তার চেহারায় নতুন গোলাপি আভা! এক একটা ছবিতে ঝড়ে পড়ছে রোজার রূপ মাধুর্য। তাহসানও উপভোগ করছেন পুরোপুরি। সবমিলিয়ে তাহসান-রোজার ছবিগুলো একদম পারফেক্ট হানিমুনের অনুভূতি দিচ্ছে। উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদেশ্যে রওনা মালদ্বীপ রওনা হন।