Homeদেশের গণমাধ্যমেঅটোরিকশা ছিনতাই করতেই চালককে খুন

অটোরিকশা ছিনতাই করতেই চালককে খুন


চট্টগ্রামে রোববার মাথায় স্কচটেক মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম আবদুর রহিম বাবুল। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তার অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করেছে ছিনতাইকারী এমন তথ্য জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার সকালে নগরীর খুলশী থানার ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার উপ-পরিদর্শক মো. বেলাল খান বলেন, রোববার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আমরা তার স্ত্রীর সন্ধান পাই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার ব্যবসা রয়েছে বলেও শুনেছি।

তিনি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে—প্রাথমিকভাবে আমরা এ ধারণা করছি। হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছে। হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছি।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত