Homeদেশের গণমাধ্যমেবিশ্ব তারকাদের সঙ্গে মেহজাবীনের নাম!

বিশ্ব তারকাদের সঙ্গে মেহজাবীনের নাম!



মেহজাবীন চৌধুরী

শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী ভক্তকুল রয়েছে মেহজাবীন চৌধুরীর। এই অভিনেত্রীকে সর্বক্ষণ ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখেন তার ভক্তরা।

এবার সেই ভক্তকুলের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো অভিনেত্রীর মাথায়। বিশ্বসেরা তারকাদের কাতারে উঠে এলেন বাংলাদেশের এই অভিনেত্রী। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের।

ফেসবুকে সক্রিয় ভক্তদের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে। এমন খবরটা ফেসবুক থেকেই পান মেহজাবীন।  


এই তালিকায় টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী।


মেহজাবীনের ভাষ্য, এ রকম কিছু যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ রয়েছে, যেটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে।


তিনি বলেন, এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে। এত বড় বড় তারকার নাম সেখানে! ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই বিশাল ব্যাপার। এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন। তবে আমার জন্য এটা সত্যি অনেক বড় পাওয়া।


এই সফলতায় ভক্তদের উদ্দেশে মেহজাবীন বলেন, তাদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।


এদিকে, সম্প্রতি নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’র সাফল্য উপভোগ করছেন মেহজাবীন। সিনেমাটি ইতোমধ্যেই বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এরপর সিনেমাটি অল্টারনেটিভা ফিল্মস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।


বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত