গোড়ালির ইনজুরিতে গত বছরের জুন থেকে মাঠের বাইরে থাকা ইব্রাহিম জাদরানকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদী। রহমত শাহ তার ডেপুটি।
প্রথমবার আইসিসি ইভেন্টে খেলার সুযোগ পাচ্ছেন এএম গজনফর। রহস্যময় এই স্পিনারের সঙ্গে ১৫ জনের স্কোয়াডে সেদিকুল্লাহ অটল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।
চিকিৎসকের পরামর্শ মেনে মুজিব উর রহমানকে দলে বিবেচনা করা হয়নি। সবশেষ তিনি ওয়ানডে খেলেন ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকী, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।