Homeজাতীয়৭ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

৭ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ


ঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২০ সালে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতেও বলা হয়েছে। এ ছাড়া এই বিষয়ে আগামী ২৬ জানুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১৯ সালে রিট করেছিল। ওই রিটের পরিপ্রেক্ষিতে বায়ুদূষণ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেন। পরে আদালত ৯ দফা নির্দেশনাও জারি করেন।

মনজিল মোরসেদ আরও বলেন, আদালতের নির্দেশনা সঠিকভাবে পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ু দূষণের দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। গণমাধ্যমের এ-সংক্রান্ত প্রতিবেদন নজরে আসলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে আবেদন করা হয়। আদালত বর্তমানের বায়ুদূষণের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। এ ছাড়া সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত