Homeরাজনীতিঅর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন: চরমোনাই পীর

অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন: চরমোনাই পীর


অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় ১৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে  গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রবিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরও বেড়ে যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে, কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরো তীব্র হবে।

তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে পড়বে।

পীর চরমোনাই বলেন, পরোক্ষ কর ধনী-গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এতে নাগরিকদের মধ্যে অসমতা আরও বাড়বে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে মানুষের ওপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে। এ পরিস্থিতিতে জনগণের ওপর যাতে অর্থনৈতিকভাবে কোনও রকম চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার  প্রতি আহ্বান জানান তিনি।

 

 

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত