Homeঅর্থনীতিপল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগের হুঁশিয়ারি

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগের হুঁশিয়ারি


বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনও নাশকতা সহ্য করা হবে না।

রবিবার (২০ অক্টোবর) রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনোরকম নাশকতা সরকার সহ্য করবে না। দাবি দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এই সরকার দুর্বল সরকার নয়। বরং জনগণের বিপুল সমর্থন নিয়েই এসেছে।

তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে কোনও ঘোষণা দেওয়া যায় না। তাই যারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদেরও সতর্ক হওয়ার বার্তা দেন তিনি।

এদিকে বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের বিষয়ে উপদেষ্টা জানান, সরকার নয়, বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে বিইআরসি, গণশুনানির মাধ্যমে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনও যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।

আরও পড়ুন-

২৪ ঘণ্টার মধ্যে আরইবির চেয়ারম্যানকে অপসারণের আল্টিমেটাম

পল্লী বিদ্যুতের আরও ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

জেলায় জেলায় পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি, ৫-৬ ঘণ্টা ভোগান্তি

দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য ক্ষমা চাইলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা

রাষ্ট্রদ্রোহসহ সাইবার মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত