সংঘর্ষে প্রায় ৩০টি দোকান ভাংচুর করা হয়
গত ১০ জানুয়ারি গোপালগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়। ছবি: ইউএনবি
“>
গত ১০ জানুয়ারি গোপালগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়। ছবি: ইউএনবি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গতকাল (১০ জানুয়ারি) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
সংঘর্ষে প্রায় ৩০টি দোকান ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানায়, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের সঙ্গে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের সংঘর্ষ হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর দুই গ্রুপের মধ্যে পাথর ছোড়া ও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, খবর পেয়ে মুকসুদপুর থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।