Homeপ্রবাসের খবররুনা লায়লার সঙ্গে প্রথমবার দ্বৈত গানে বাপ্পা মজুমদার

রুনা লায়লার সঙ্গে প্রথমবার দ্বৈত গানে বাপ্পা মজুমদার


উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন বাপ্পা মজুমদার। শিরোনাম ‘বলেছ’। গীতিকবি সৈয়দ গালিব হাসানের লেখা এই গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পা নিজে। বুধবার সন্ধ্যায় সুরকারের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এই আয়োজনের উদ্যোক্তা গীতিকবি গালিব জানান, অনেকটা নাটকীয় ঘটনার মধ্য দিয়েই রুনা লায়লার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে বাপ্পার। শুরুতে ‘বলেছ’ রুনা লায়লার কণ্ঠে একক গান হিসেবে রেকর্ড করার কথা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী বাপ্পার সঙ্গে গানের কথা, সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করা হয়। কিন্তু শেষ মুহূর্তে রুনা লায়লা ‘বলেছ’ গানটি দ্বৈত কণ্ঠে রেকর্ড করার প্রস্তাব দেন। সেই সঙ্গে উপস্থিত সবাইকে চমকে দিয়ে গানটিতে সহশিল্পী হিসেবে বাপ্পাকে গাইতে বলেন। আর এভাবেই দুই শিল্পীর প্রথম দ্বৈত গানটির জন্ম। 

রুনা লায়লার কথায়, “একটি গানের কথা কতটা নান্দনিক ও হৃদয়স্পর্শী করে তোলা যায়, ‘বলেছ’ হয়ে উঠতে পারে তার একটি উদাহরণ। গীতিকথার পাশাপাশি গানের কম্পোজিশনও অসাধারণ। শোনার পর মনে হয়েছে, একটি একক নয়, দ্বৈত গান হিসেবে রেকর্ড করা যেতে পারে এবং তা শ্রোতারও ভালো লাগবে। আর বাপ্পা যেহেতু ভালো গায়, কণ্ঠে মাদকতা আছে, সে কারণেই তাকে সহশিল্পী হিসেবে গাওয়ার প্রস্তাব দেওয়া। বাপ্পা নিজেও চেষ্টা করেছে গানে তার সেরা গায়কি তুলে ধরার। তাই গান রেকর্ড করার অন্য রকম এক ভালো লাগায় মনটা ছেয়ে গেছে।” 

রুনা লায়লার সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। তিনি বলেন, “আমি সৌভাগ্যবান, কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে গাইতে পেরে। তিন দশকের শিল্পীজীবনে এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। একই সঙ্গে সংগীত ক্যারিয়ারে এ এক পরম প্রাপ্তি। রুনা লায়লার কণ্ঠ ও গায়কি নিয়ে কিছু বলার সাহস নেই। তাঁর গানের সুর করতে পারাই ছিল আমার জন্য অন্য রকম আনন্দের। ‘বলেছ’ গানটি মূলত রুনা লায়লার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু গানের সুর শুনে তিনি নিজ থেকেই বলেছিলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক!’ এই প্রস্তাব সংগীতজীবনের অনন্য উপহার হিসেবেই গ্রহণ করেছি।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত