Homeদেশের গণমাধ্যমেএকদল সাধারণ মানুষের রক্ত চুষে খেতে ব্যস্ত : উপদেষ্টা আসিফ

একদল সাধারণ মানুষের রক্ত চুষে খেতে ব্যস্ত : উপদেষ্টা আসিফ


একটি দল সাধারণ মানুষের রক্ত চুষে খেতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) উপদেষ্টা আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক স্ট্যাটাসে এসব কথা বলেন পেজটির অ্যাডমিন।

বিকেল ৩টার দিকে করা তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

একদল মানুষ ব্যস্ত জনমনে স্বস্তি ফেরাতে, আরেক দল ব্যস্ত সাধারণ মানুষের রক্ত চুষে খেতে। সিন্ডিকেট করে যারাই জনগণকে দুর্ভোগে ফেলছে, তাদের কঠোর হাতে দমন করবে সরকার।

আজ ভোক্তাদের মতামত গ্রহণসহ দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
(-এডমিন)


উল্লেখ্য, বাজারে দ্রব্যমূল্যের দাম তদারকিতে রাজধানীর চাঁনখারপুলে আনন্দ বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।’

সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেন, ‘যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরও কমে আসবে।’

আসিফ মাহমুদ আরও জানান, অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত