ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠ শেখ সেলিমের প্রভাবের জালে জড়িয়ে থাকা অভিনেত্রী নিপুণ আক্তারকে নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। এক সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্ক সৃষ্টি করা নিপুণ, এবার দেশ ছেড়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন।
শেখ সেলিমের ছত্রছায়ায় থাকা নিপুণ তার অভিনয় জীবনে বড় সফলতা না পেলেও ব্যবসা ও ক্ষমতার জোরে আলোচনায় ছিলেন। ২০১২ সালে তিনি “টিউলিপ নেইলস অ্যান্ড স্পা” নামে একটি পার্লারের ব্যবসা শুরু করেন, যা উদ্বোধন করেন শেখ সেলিম নিজে। অভিযোগ উঠেছে, এই ব্যবসার আড়ালে চলেছে অবৈধ কার্যক্রম।
শিল্পী সমিতির নির্বাচনে একাধিকবার পরাজিত হওয়া সত্ত্বেও, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপুণ। এমনকি ভোট গণনার রাতে প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে তাকে বিজয়ী দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের নির্বাচনেও হেরে যাওয়ার পর তিনি হাইকোর্টে রিট করেন পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে। কিন্তু এবারও সুবিধা করতে ব্যর্থ হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দেওয়ায় তিনি নতুন বিতর্কে জড়ান।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে নিপুণ আত্মগোপনে চলে যান। তার পরিচালিত পার্লারের কর্মচারীরা বেশ কয়েক মাসের বেতন পাননি। অবশেষে শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে পালানোর চেষ্টা করেন তিনি।
ইমিগ্রেশন পুলিশ ও গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তার পাসপোর্ট আটকে দেওয়া হয় এবং তাকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে দেশ ছাড়ার এই চেষ্টার কারণে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন নিপুণ।
ভিডিও দেখুন: https://youtu.be/nYScVjn50lQ?si=ufp0DeLi9pDT25MR
এম.কে.