চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তবর্তী ঘাড়কাঠি বিলের কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতপরিচয় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি দুপুরে মাছ ধরতে ঘাড়কাঠি বিলে জাল ফেলতে যান। এ সময় বিলের কচুরিপানার ভেতরে একটি কঙ্কাল দেখতে পান তিনি। বিষয়টি আশেপাশে থাকা কৃষকদের জানান। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্য ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।