Homeদেশের গণমাধ্যমে‘আমি খুবই রোমান্টিক, বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন’

‘আমি খুবই রোমান্টিক, বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন’


প্রকাশিত: ২০:৪৪, ১০ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২০:৫৪, ১০ জানুয়ারি ২০২৫

কিরণ রাও, রিনা দত্ত, ইরা খান, আজাদ রাও খানের সঙ্গে আমির খান (বাঁ থেকে)


বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আবার বহুরূপীও বটে! কারণ রুপালি পর্দায় রোমান্টিক হিরো হিসেবেও কড়তালি কুড়িয়েছেন তিনি। এ খোলস ছাড়িয়ে খ্যাপাটে আমিরকেও দেখেছেন তার ভক্ত-অনুরাগীরা। এসবই রুপালি পর্দার গল্প। ব্যক্তিগত জীবনে আমির খান ‘রোমান্টিক’ মানুষ। অন্তত এমনটাই দাবি তার।     

এ বিষয়ে আমির খান বলেন, “আমি খুবই রোমান্টিক। আমার কথা বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন। এ কারণে আমার প্রিয় সব সিনেমাই রোমান্টিক; আমি রোমান্টিক সিনেমায় নিজেকে হারিয়ে ফেলি।”

সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী আমির খান বলেন, “আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। আমাদের বয়স যত বাড়ে, ভালোবাসা সম্পর্কে আমাদের বোধগম্যতাও তত বিকশিত হয়। আমি এখন উপলদ্ধি করতে পারি, কোথায় আমার ভুল ছিল। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি।”

আমির খান তার দৃষ্টিভঙ্গিতে ভালোবাসার সংজ্ঞা ব্যাখ্যা করেছেন। তার ভাষায়— “আমার কাছে ভালোবাসা হলো, এমন একজন আত্মার সঙ্গীকে খুঁজে পাওয়া; যা তোমাকে অনুভব করাবে— তুমি তোমার জীবনের গন্তব্যে পৌঁছে গেছো।”

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত