উমামা ফাতেমা বলেন, এই শহরে ন্যূনতম বাসযোগ্যতা নেই। গত ১৫ বছরে ঢাকাকে ডাস্টবিনে (নর্দমা) রূপান্তর করা হয়েছে। এখন সময় এসেছে শহরকে নিয়ে পরিকল্পনা করার। নগরবাসী ২০ বছর পর কেমন ঢাকা দেখতে চায়, সেটার জন্য সবাইকে সরকার ডাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা শহরে মানুষের বাসযোগ্যতা সংকুচিত হয়ে আসায় বিতৃষ্ণা তৈরি হওয়া এই অভ্যুত্থানের পেছনে বড় কারণ ছিল বলে মন্তব্য করেন উমামা ফাতেমা। তিনি বলেন, ‘সরকার এ বিষয়গুলোকে আমলে নেয়নি। তারা শুধু গায়েবি কথাবার্তা, মুজিববাদিতা, মানে খুবই গায়েবি কথাবার্তা দিয়ে অভ্যুত্থানকে জাস্টিফাই করতে চায়।’
পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনা করবে—সেই আশা করে উমামা বলেন, ‘তা না করে যদি দিনের পর দিন মুখে কুলুপ এঁটে পেছন থেকে স্যাবোটাজ (অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড) করে তাহলে এই একই আচরণ শেখ হাসিনা করেছেন, তাঁকে ভুগতে হয়েছে। কোনো স্যাবোটাজের বাংলাদেশ চাই না।’