Homeদেশের গণমাধ্যমে‘১৬ বছরে সংঘটিত সব অপরাধকে সমাজের সামনে তুলে ধরুন’

‘১৬ বছরে সংঘটিত সব অপরাধকে সমাজের সামনে তুলে ধরুন’


স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম ৷ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সব অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাধা এখন আর সামনে এসে দাঁড়াবে না ৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনি হত্যার বিচারও এবার হবে ৷

উপদেষ্টা আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন? এক সময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল ৷ কিন্তু বর্তমানে সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি ৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে ৷ একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্র বিনির্মাণে সরকারকে সহায়তা করবে ক্র‍্যাব সদস্যদের কাছে এটাই প্রত্যাশা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্তাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত