Homeদেশের গণমাধ্যমেপাবিপ্রবি ছাত্রদল নেতা বকুল বহিষ্কার

পাবিপ্রবি ছাত্রদল নেতা বকুল বহিষ্কার



পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১০ জানুয়ারি ২০২৫  

রফিকুল ইসলাম বকুল


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বকুলকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ওই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সানজিদ হাসান প্রান্তের অনুসারী বলে পরিচিত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ৭ জানুয়ারি জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বকুলকে আহ্বায়ক এবং মো. ওলিউল্লাহকে সদস্য সচিব করে জিয়া সাইবার ফোর্সের পাবিপ্রবি শাখার ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী পদ পায়। কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বকুল গণমাধ্যমকে বলেন, “আমি যতটুকু খোঁজ-খবর নিয়েছি তাতে ওরা যে ছাত্রলীগ করত, সেরকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো ও আমার এলাকারই, ওর পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য ও হয়তো এতদিন কৌশল অবলম্বন করেছে।”

রফিকুল ইসলাম বকুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল।

ঢাকা/আতিক/সাইফ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত