Homeদেশের গণমাধ্যমেটিসিবির কর্মসূচি: ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল

টিসিবির কর্মসূচি: ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল


টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত অক্টোবরে তাঁরা সাময়িকভাবে এ কর্মসূচি (ট্রাক সেল) শুরু করেছিলেন। পরে এক দফা মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলে। এরপর ট্রাক সেল চালু রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসায় বিক্রি বন্ধ রয়েছে। নতুন নির্দেশনা এলে পুনরায় চালু হবে।

জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ট্রাক সেল বিক্রির কার্যক্রমটি পুনর্বিবেচনা করা হবে।’

এদিকে গত সেপ্টেম্বর–অক্টোবর মাসে দেশে মুরগি–ডিমসহ বিভিন্ন ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ঢাকা ও চট্টগ্রামে ট্রাকে করে কয়েকটি কৃষিপণ্য বিক্রি শুরু করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। এর আওতায় সুলভ দামে আলু, ডিম, পেঁয়াজ, পটোলসহ কয়েকটি কৃষিপণ্য বিক্রি করে সংস্থাটি। এই কর্মসূচিও ২৭ ডিসেম্বরের পর থেকে বন্ধ রয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম জানান, বর্তমানে সবজির দাম কমে যাওয়ায় এখন কৃষিপণ্যের ট্রাক সেল কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকার চাইলে দাম বেশি রয়েছে, এমন কোনো কৃষিপণ্য নিয়ে তাঁরা কাজ করতে পারেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত