Homeপ্রবাসের খবরসৌদিতে দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

সৌদিতে দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় মোহাম্মদ মহিউদ্দিন (২৯) ও মোহাম্মদ তারেক (২৭) নামের ২ বাংলাদেশি নিহত হয়েছেন।


শনিবার (২৯ জুন) দেশটির স্থানীয় সময় রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও আহত হয়েছেন মনছুর নামে ১জন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।


আরও পড়ুন: এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু


নিহত ব্যক্তিরা হলো, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৯) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭) এবং আহত মনছুরও একই এলাকার বাসিন্দা।


স্থানীয়রা বলেন, হতাহত ৩জনই ঘনিষ্ঠ বন্ধু। দুর্ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা -জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। এ সময় ফেরার পথে বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।


মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম জানান, সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের ২ যুবক মারা গেছেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


সান নিউজ/এমএইচ



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত