Homeদেশের গণমাধ্যমে‘টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস করার জন্য আন্দোলন হয়নি’

‘টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস করার জন্য আন্দোলন হয়নি’



রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৯ জানুয়ারি ২০২৫  

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভা


সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। কাজেই, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়ানো যাবে না।’’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রাজশাহী নগরের ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এই কর্মীসভার আয়োজন করা হয়।

দলে এখন কোকিল বেড়ে গেছে মন্তব্য করে এসএম জিলানী বলেন, ‘‘সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলছে। কিন্তু ওই লোকগুলোকে ৫ আগস্টের আগে আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এদের বের করে দেওয়া হবে না। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে।’’

জিলানী বলেন, ‘‘দল করতে গিয়ে যারা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ানক নির্যাতনের শিকার হয়ছেন। রাতে লেবারদের সাথে মাঠে কিংবা ধানের খেতে শুয়ে থেকেছেন; যারা মামলা, হামলা ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন; তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে।’’

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের সভাপতিতে ও সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দীপু ও সদস্য আমান উল্লাহ আমান।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/কেয়া/এস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত