Homeদেশের গণমাধ্যমেমকবুলের ওপর হমলা: ইউডিজেএফবির উদ্বেগ

মকবুলের ওপর হমলা: ইউডিজেএফবির উদ্বেগ


প্রকাশিত: ২০:৪৪, ৯ জানুয়ারি ২০২৫  

মকবুল হোসাইন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের ওপর হত্যার উদ্দেশ্যে করা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নেতারা বলেন, “ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে হমলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। অবিলম্বে অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

তারা বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। তাই অবিলম্বে ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে যারা এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর গুলশানের ৯০ নম্বর রোডে ব্যাডমিন্টন খেলছিলেন মকবুল হোসাইন। এ সময় কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। মকবুল হোসাইনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে।

ডিএনসিসির অঞ্চল-৩ এর কর কর্মকর্তা মো. শাহেদ জোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্বপরিকল্পিভাবে মকবুল হোসনকে হত্যার উদ্দেশ্য এ হামলা করা হয়েছে। কেননা তিনি সব সময় এখানে খেলতে আসেন না। তবে এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ঢাকা/এএএম/এসবি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত