তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তি বিএনপির কোনো কমিটিতে যোগ দিতে পারবেন না।
রুহুল কবির রিজভী আহমেদ। স্কেচ: টিবিএস
“>
রুহুল কবির রিজভী আহমেদ। স্কেচ: টিবিএস
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদ দখলের প্রতারণামূলক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী আজ (৯ জানুয়ারি)।
এক প্রেস বিবৃতিতে বিএনপি নেতা বলেন, “অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ের পাশাপাশি ওয়ার্ড পর্যায় থেকে বিএনপির কোনো কমিটিতে যোগদান করতে দেওয়া হবে না। এর অধিভুক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে।
“তবে, এটা গভীর উদ্বেগের বিষয় যে, পতনশীল আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক সংগঠন গোপনে অবস্থান দখল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনে অনুপ্রবেশের চেষ্টা করছে।”
রিজভী আরো বলেন, এ বিষয়ে দলের সকল স্তরের নেতাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরো অভিযোগ করেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন অজানা সংগঠন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি বলেন, আমরা আবারও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের এই ভুয়া সংগঠনগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।