Homeদেশের গণমাধ্যমেথানার ভেতর থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার


শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তিনতলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, ‌‘আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পরে আল আমিনের লাশ নামানো হবে। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার পরিবারকে এ খবর জানানো হয়েছে।’

ওসি আল আমিনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন। লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানায় ভিড় করেছে স্থানীয়রা।

জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল আমিন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসির লাশ থানার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘ওসি আল আমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত