Homeদেশের গণমাধ্যমেঢাকা উত্তর সিটিতে কাকে, কোথায়, কোন পদে বদলি—‘ঠিক হচ্ছে’ শ্রমিক দলের ফরমাশে

ঢাকা উত্তর সিটিতে কাকে, কোথায়, কোন পদে বদলি—‘ঠিক হচ্ছে’ শ্রমিক দলের ফরমাশে


ক্ষমতার পালাবদলের পর ঢাকা উত্তর সিটি শ্রমিক-কর্মচারী লীগের (মূল কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে শুরু করে অঞ্চল কমিটির নেতা-কর্মীদের বদলি করা হচ্ছে। ১৭ অক্টোবর এসব কমিটির ১১ নেতা-কর্মীকে নতুন এলাকায় বদলি করা হয়েছে। বদলি হওয়া নেতা-কর্মীরা বলছেন, শ্রমিক দলের নেতাদের ফরমাশ অনুযায়ী এমন বদলি করা হচ্ছে তাঁদের।

এই ব্যক্তিদের মধ্যে উত্তর সিটি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি বজলুল মোহাইমিনকে অঞ্চল-১০ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে অঞ্চল-৭–এ বদলি করা হয়েছে। এ ছাড়া কার্যকরী সভাপতি হারুন মিয়াকে অঞ্চল-৭, সহসভাপতি সৈয়দ মাছুম হোসেনকে অঞ্চল-৬, সাংগঠনিক সম্পাদক মাসুদ কাজীকে অঞ্চল-৬, সহসাধারণ সম্পাদক নুর হোসেনকে অঞ্চল-৮–এ বদলি করা হয়।

এ ছাড়া শ্রমিক লীগের নগর ভবন ও অঞ্চল কমিটির পদধারী আরও পাঁচ নেতাকে নতুন বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত