Homeদেশের গণমাধ্যমেসাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০



সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৯ জানুয়ারি ২০২৫  

সাতক্ষীরা সীমান্ত থেকে বিজিবির হাতে আটক নারী ও শিশু


অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে। 

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক জানান, চাকরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান ছয় মাস আগে আটক ব্যক্তিরা। আজ ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন খবরের ভিত্তিতে সুলতানপুর বিওপির পোতাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা/শাহীন/এস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত