ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আরভিনের বিজ্ঞানী এরিক রিগনোট বলেন, তেল, গ্যাস বা খনিজের চেয়ে গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বরফ রয়েছে। যদি সেই বরফ গলে যায়, তাহলে তার প্রভাবে বিশ্বজুড়ে উপকূলরেখায় পরিবর্তন দেখা যাবে। নাটকীয়ভাবে আবহাওয়ার ধরনও পরিবর্তন হবে। গ্রিনল্যান্ডের সব বরফ গলে গেলে বিশ্বের সমুদ্রের উচ্চতা ৭ দশমিক ৪ মিটার বৃদ্ধি পাবে।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের পরিচালক মার্ক সেরেজে জানিয়েছেন, আগামী একুশ শতাব্দীতে গ্রিনল্যান্ড হবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ার প্রভাব সমুদ্রের উচ্চতা বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে।