অনিয়মিত ওই কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক শাহনেওয়াজ সরকার (সেডু), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মীর তৌহিদুর রহমান (টিটু), সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী নাঈম রহমান (নিবিড়), সেকশন কর্মকর্তা মো. রাইশুল ইসলাম (রোজ), সেকশন কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, অডিট সেলের জুনিয়র অডিট কর্মকর্তা রফিকুল ইসলাম (বিপু), সহকারী প্রোগ্রামার আনোয়ারুল ইসলাম, ডেটা প্রসেসর মহিদুল ইসলাম।
এর মধ্যে শাহনেওয়াজ সরকার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ভাই এবং ২২ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মীর তৌহিদুর রহমান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। হারুন অর রশিদ রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি। নাঈম রহমান রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি। পদে থাকতে তিনি চাকরি পান। রাইশুল ইসলামও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি। সুব্রত কুমার ঘোষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি। রফিকুল ইসলাম মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। মহিদুল ইসলাম শাহমখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।