Homeবিনোদনওয়ান্ডার ওম্যান হতে চান মাহি

ওয়ান্ডার ওম্যান হতে চান মাহি


সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। তার যাত্রা মডেলিংয়ের মাধ্যমে শুরু হলেও, বর্তমানে তিনি নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। সম্প্রতি মাহি তার অভিনয়কে নতুনমাত্রা দিতে চাওয়ার

কথা প্রকাশ করেছেন। বড় পর্দায় সুপার হিরো বা শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী, যে চরিত্র তাকে অনুপ্রেরণা জোগায়— ওয়ান্ডার ওম্যান।

কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানান, ‘কভিডের পর আমি নাটকে আসি। এর আগে মডেলিং করতাম। কিন্তু গার্লস স্কোয়াড নামক ধারাবাহিকে কাজ করার পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করি। তারপর থেকে নাটকে অভিনয়ের সুযোগ বেড়ে যায়।’ এর পর থেকে বিভিন্ন নাটকে অভিনয় করার সুযোগ আসতে থাকে আমার কাছে।

তিনি আরও বলেন, আমার আসলে নাটকে হুট করেই আসা। নাটকে আসার জন্য আমার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। তবে এখন আমি চ্যালেঞ্জ অনুভব করছি। কারণ ভক্তরা আমার কাছ থেকে আরও ভালো অভিনয় দেখতে চায় নাটকে। এজন্য আমি এখন ভালো গল্প খুঁজছি , ভালো স্ক্রিপ্টে কাজ করতে চাচ্ছি।

কেমন চরিত্রে কাজ করতে চান এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমি ওন্ডার ওম্যান চরিত্রে কাজ করতে চাই। এই টাইপ চরিত্র আমাকে অনুপ্রেরণা জোগায়। কিন্তু বাংলাদেশে এমন চরিত্রে কাজ করা হয় না, এমনকি এ ধরনের গল্পও লেখা হয় না। তবে দেশে যে ধরনের গল্পের প্রচলন রয়েছে সেগুলোর ভেতর থেকে ভালো গল্পের, ভালো একটি চরিত্রে কাজ করতে চাই।

বিগত বছর কেমন কেটেছে এমন প্রশ্নে অভিনেত্রী জানান, বিগত বছর তেমন ভালো যায়নি। তার কাছে মনে হয়েছে তাকে কাজে আরও বেশি মনোযোগী হতে হবে। গল্পের চরিত্রে আরও বেশি আত্মস্থ করার দরকার বলে মনে করেছেন এই অভিনেত্রী। তবে ২০২৫ সালে মাহি আরও বেশি অভিনয়ের প্রতি মনোযোগী হবেন বলে আশা ব্যক্ত করেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত