রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতের বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা সড়ক অবরোধ করেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছেছেন সেনবাহিনী ও পুলিশ সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, আজ থেকে এই মাদ্রাসায় পিলখানা হত্যা মামলার আদালত বসছে। এখানে বিচারকাজ চলমান থাকলে তাঁদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটবে। তাঁরা চান না এই আদালত এখানে পরিচালিত হোক।
শিক্ষার্থীরা বলছেন, এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও এ বিষয়ে কেউ কর্ণপাত করেননি।