Homeবিনোদনআঁখি আলমগীরের গান ‘জানের জান’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’


৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।

জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত