Homeদেশের গণমাধ্যমেজুলাই স্মৃতি ফাউন্ডেশন দ্রুত কার্যকর না হলে কঠোর আন্দোলন: রিফাত রশীদ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন দ্রুত কার্যকর না হলে কঠোর আন্দোলন: রিফাত রশীদ


এক সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সমন্বয়ক রিফাত রশীদ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিফাত তার নিজস্ব প্রোফাইলে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন।

ওই পোস্টে রিফাত লিখেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল (কার্যকর) করুন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবো।

এই পোস্টের নিচে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম কমেন্টে বলেছেন, আন্দোলন করতে হবে না। তুই এর দায়িত্ব নে।

রিফাত কমেন্টের উত্তর দিয়ে বলেন, আমি কেন দায়িত্ব নেবো? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিক্যাল, হেলথ ইকোনমিকসসহ এই সেক্টরের এক্সপার্ট মানুষজন আনেন। সারাদেশে অসংখ্য গ্রুপ আর্কাইভ+স্বেচ্ছাসেবক হিসেবে স্টাবলিশ হইসে। এদের ইনক্লুড করেন। টিমটা বড় করেন। ভ্যারিফিকেশন সেলটাকে আরও বড় করেন।

এর কয়েক ঘণ্টা পর রিফাত আরেক পোস্টে লিখেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুলটাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত