Homeদেশের গণমাধ্যমেসুনামগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত

সুনামগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত


স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে তাঁরা শুনেছেন। তবে বিএসএফের গুলিতে সাইদুল মারা গেছেন, সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি।

এই বিষয়ে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে আরও কয়েকজনকে নিয়ে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় লোকজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন, তখন নাকি বিএসএফ সাইদুলকে গুলি করেছে। তবে বিজিবি এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এ জন্য বিশ্বম্ভরপুর উপজেলার বিজিবির মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত