বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
সোমবার কেন্দ্রীয় জাসদের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব ও সেক্রেটারি নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহবায়ক ও ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
177 সদস্যের আহ্বায়ক কমিটিতে 56 জন যুগ্ম আহ্বায়ক এবং 119 জন সদস্য রয়েছে।
JU ইউনিটের JCD আহ্বায়ক বাবর 39তম ব্যাচের (সেশন 2009-2010) রসায়ন বিভাগের ছাত্র এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক 40তম ব্যাচের (2010-2011) দর্শন বিভাগের ছাত্র।
যুগ্ম আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের (২০১৫-২০১৬ সেশন) এবং তদুর্ধ্ব শিক্ষার্থী।
৪৬তম ব্যাচ ও পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের সদস্য পদ দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার আগে সভাপতি পদে আকাঙ্ক্ষিত শিক্ষার্থীদেরও সদস্য নির্বাচিত করা হয়েছে।
১১৯ সদস্যের তালিকায় স্থান পেয়েছেন দর্শন বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্র ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মাহবুব রহমান মুরাদ। একই ব্যাচের প্রেসিডেন্ট প্রার্থী জাকিরুল ইসলামও তালিকায় স্থান পেয়েছেন।
কমিটির গঠনটি চলমান শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে, কারণ নির্বাচিতরা 2023-2024 একাডেমিক সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি বয়স্ক।
একজন অসন্তুষ্ট জেসিডি নেতা, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, এই পদক্ষেপটি জুলাইয়ের বিদ্রোহের সংস্কারকে উপেক্ষা করে।
“৩৯তম ও ৪০তম ব্যাচ থেকে আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করলে ৫৪তম ব্যাচের একটি বড় প্রজন্মের ব্যবধান তৈরি হবে। [freshers] 1-2 মাসের মধ্যে আসবে।”
চলমান ব্যাচের একজন ছাত্রদল নেতা, যিনি পদপ্রার্থীও, তিনি বলেন, “২০০৮ সালে আহ্বায়ক সামসুজ্জোহা পারভেজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি ছিল ৩১তম ব্যাচের। ২০১১ সালে সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ ভূঁইয়া ছিলেন ৩৩তম ব্যাচের, এবং ২০১৬ সালে সভাপতি ছিলেন সোহেল রানা। ৩৭তম ব্যাচের এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত ৩৮তম ব্যাচের।
“অতএব, 2024 সালের কমিটি 45-46 তম ব্যাচ থেকে গঠন করা উচিত ছিল। তাহলে কেন 39/40 ব্যাচ থেকে কমিটি গঠন করা হলো? এই কমিটি 24-এর সংস্কারের চেতনার পরিপন্থী এবং সাংগঠনিকভাবে ছাত্রদলের ক্ষতি করবে, “তিনি যোগ করেছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলার সময়, সদ্য নির্বাচিত আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, কমিটি অস্থায়ী এবং জাবিতে জেসিডি পুনর্গঠনের লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, তারা শিগগিরই হল, ফ্যাকাল্টি ও বিভাগীয় কমিটি গঠন করবেন এবং সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের দায়িত্ব হস্তান্তর করবেন।